আচরণ দেখে বিড়ালের মন বুঝুন

প্রথম আলো প্রকাশিত: ২৯ জুলাই ২০২২, ১১:২৭

১. লেজ নাড়ানো
লেজ নাড়ানো মানে বিড়ালের তখন ‘মুড ভালো’। লেজ নাড়ানোর সময় তাকিয়ে থাকলে বোঝায়, আপনার সঙ্গে সে খেলতে চায়। আপনার মনোযোগ চায়। আপনার থেকে সময় চায়। সময় না দিলে অনেক সময় তারা আপনার সামনে এসে দাঁড়িয়ে লেজ নাড়াবে। মনোযোগ আকর্ষণের চেষ্টা করবে।


২. গড়গড় শব্দ করা
অনেক সময় বিড়াল একধরনের গড়গড় শব্দ করে। এর মানে হলো সে সন্তুষ্ট। আরামে আছে। আপনাকে বিশ্বাস করছে। এ সময় তাদের বেশ ফুরফুরে মেজাজে দেখা যায়।


৩. বাক্সে লুকিয়ে পড়া
বিড়াল বাক্স বা ছোট কোনো জায়গায় ঢুকে থাকতে পছন্দ করে। বাসায় কোনো নতুন বাক্স আনলে বা বাক্স পড়ে থাকলে বিড়ালকে সেটির ভেতরে খুঁজে পাবেন। এ ছাড়া বাসায় নতুন কারও আনাগোনা দেখলে নিজেদের তারা নিরাপদ মনে করে না। তাই ঘরের কোনায় বা ছোট জায়গায় লুকিয়ে থাকতে চায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us