ফেসবুক পোস্টে করা প্রতিক্রিয়া যদি না দেখাতে চান

প্রথম আলো প্রকাশিত: ২৮ জুলাই ২০২২, ২১:০৪

ফেসবুকে ছবি, ভিডিও বা মন্তব্য পোস্ট করলেই বন্ধুরা বিভিন্ন প্রতিক্রিয়ার (পছন্দ, অপছন্দ, ভালোবাসা ইত্যাদি) মাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশ করেন। তবে ফেসবুকে বন্ধুদের দেখানো প্রতিক্রিয়ার কারণে অনেক সময় বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। চাইলে বন্ধুদের প্রতিক্রিয়াগুলো অন্যদের কাছে লুকিয়ে রাখা যায়।


পোস্টের প্রতিক্রিয়া লুকানোর জন্য অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে ফেসবুক চালুর পর ডান পাশের ওপরে থাকা তিন লাইন আইকনে ক্লিক করে সেটিংস অপশন নির্বাচন করতে হবে। আইফোনে ডান পাশের নিচে থাকা তিন লাইন আইকনে ক্লিক করলেই পাওয়া যাবে অপশনটি। এরপর Settings & Privacy অপশন নির্বাচন করে আবারও Settings মেন্যুতে ক্লিক করতে হবে।


Preferences বিভাগের নিচে থাকা Reaction preferences-এ ক্লিক করলে বিভিন্ন অপশন দেখা যাবে। এবার On your posts অপশনটি বন্ধ করলেই নিজেদের পোস্টে করা অন্যদের প্রতিক্রিয়া লুকিয়ে রাখা যাবে। চাইলে অন্য ফেসবুক ব্যবহারকারীদের পোস্টে জমা হওয়া প্রতিক্রিয়াগুলোও নিজেদের নিউজফিডে লুকিয়ে রাখা সম্ভব। এ জন্য Reaction preferences বিভাগ থেকে On posts from others অপশনটি বন্ধ করতে হবে। কম্পিউটারেও একই পদ্ধতিতে ফেসবুক পোস্টের প্রতিক্রিয়া লুকিয়ে রাখা যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us