মানুষকে কথা বলতে দেওয়া হচ্ছে না: জিএম কাদের

ঢাকা টাইমস প্রকাশিত: ২৮ জুলাই ২০২২, ১৯:৩৩

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘জনগণ দেশের মালিক, কিন্তু জনগণকে কথা বলতে দেওয়া হয় না। কথা বলতে চাইলে হয়রানি করা হচ্ছে। তারপরও আমরা জনগণের কথা বলতে চাই। পরিস্থিতির উত্তরণে আমরা কর্মসূচি দেবো। সেই কর্মসূচিতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে থাকতে হবে।’


বৃহস্পতিবার বিকালে পটুয়াখালী শিল্পকলা একাডেমিতে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জাপা চেয়ারম্যান এসব কথা বলেন।


সম্মেলনকে কেন্দ্র করে বর্ণিল সাজে সাজানো হয় পুরো শহর। বুধবার ঢাকা থেকে শতাধিক গাড়ির বহর নিয়ে সড়কপথে বাকেরগঞ্জে পৌঁছান জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে জাপার কেন্দ্রীয় নেতারা। তারা গাড়িবহর ও সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে বরিশাল হয়ে বাকেরগঞ্জ ও দুমকিতে শোডাউন করেন। এ সময় রাস্তাঘাটে উৎসুক মানুষের ভিড় দেখা গেছে।


সরকারের সমালোচনা করে জিএম কাদের বলেন, ‘দেশে রাজনৈতিক সংকট চলছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও জ্বালানি তেলের দামে জনজীবন বিপর্যস্ত। এ অবস্থা থেকে দেশের মানুষ মুক্তি চায়।’


সম্মেলনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রত্না আমিন হাওলাদারের সমম্বয়ে সভাপতিত্ব করেন কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার।


সম্মেলনে সভাপতির বক্তব্যে এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, ‘দেশের মানুষ সুশাসন চায়। এরশাদের শাসনামলে ফিরে যেতে চায়। নব্বইয়ের পর থেকে দেশের মানুষ ভালো নেই, সুখে নেই। দেশকে ভালো রাখতে হলে জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে হবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us