You have reached your daily news limit

Please log in to continue


খুলনার ৬ যুদ্ধাপরাধীর ফাঁসির রায়

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় খুলনায় হত্যা, গণহত্যার মত মানবতাবিরোধী অপরাধের দায়ে ছয় আসামির ফাঁসির রায় দিয়েছে আদালত।

বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বৃহস্পতিবার এ মামলার রায় ঘোষণা করে।

দণ্ডিত আসামিরা হলেন: খুলনার বটিয়াঘাটার আমজাদ হোসেন হাওলাদার, সহর আলী শেখ, মো. আতিয়ার রহমান শেখ, মো. মোতাসিন বিল্লাহ, মো. কামালউদ্দিন গোলদার ও মো. নজরুল ইসলাম।

তাদের মধ্যে নজরুল ইসলাম পলাতক; বাকি আসামিরা রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতায় খুলনার বটিয়াঘাটায় যেসব যুদ্ধাপরাধ তারা ঘটিয়েছেন, তার বিবরণ উঠে এসেছে এ মামলার বিচারে।

২০৩ পৃষ্ঠার এ রায়ের প্রথম অংশ পড়েন বিচারপতি কে এম হাফিজুল আলম। দ্বিতীয় অংশ পড়েন বিচারপতি আবু আহমেদ জমাদার। আসামিদের সাজা ঘোষণা করেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলাম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন