নর্থ কোরিয়ার নেতা কিম জং–উন বলেছেন, তার দেশ পারমাণবিক যুদ্ধ প্রতিরোধ এবং মার্কিন সামরিক হামলা মোকাবিলা করতে প্রস্তুত।
বুধবার (২৭ জুলাই) কোরীয় যুদ্ধের অস্ত্রবিরতির ৬৯তম বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তৃতায় কিম এ মন্তব্য করেন।
বৃহস্পতিবার (২৮ জুলাই) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, প্রথমবারের মতো সাউথ কোরিয়ার নতুন প্রেসিডেন্টের সমালোচনা করে সতর্ক করে কিম বলেন, সিউল যুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছে।