You have reached your daily news limit

Please log in to continue


বৈশ্বিক ফাইবার অপটিক কেবলের স্বল্পতা আশঙ্কাজনক

ফাইবার অপটিক কেবলের বৈশ্বিক স্বল্পতার কারণে টেলিযোগাযোগ অবকাঠামো নির্মাণ ব্যাহত হচ্ছে। এতে অনেক দেশের ডিজিটাইজেশন পিছিয়ে যাচ্ছে। অপটিক কেবলস্বল্পতায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলের মধ্যে রয়েছে ইউরোপ, ভারত ও চীন। সম্প্রতি ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

করোনা মহামারীর কারণে বৃহৎ অনেক প্রযুক্তি ও টেলিকম কোম্পানি তাদের মূলধন বিনিয়োগ কমিয়ে দিলেও অনেক ওয়েব ও ইনফরমেশন কোম্পানির চাহিদা বেড়েছে। বিশাল চাহিদা পূরণে ইনফরমেশন সেন্টারের সংখ্যা বাড়াচ্ছে অ্যামাজন, গুগল, মাইক্রোসফট ও ফেসবুকের মতো কোম্পানি। তারা সমুদ্রতলে ফাইবার নেটওয়ার্ক বিস্তারে একসঙ্গে কাজ করে যাচ্ছে। এদিকে অনেক দেশের সরকার দ্রুতগতির ব্রডব্যান্ড ও ফাইভজি আনার ক্ষেত্রেও তোড়জোড় চালাচ্ছে। উচ্চাভিলাষী সেসব পরিকল্পনা বাস্তবায়নে প্রচুর ফাইবার অপটিক কেবল প্রয়োজন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন