দেশে তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে উল্লেখ করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান এবিএম আজাদ কাউকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন।
বুধবার (২৭ জুলাই) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'আজ থেকে দেশে ডিজেলের মজুদ আছে ৩২ দিনের, অকটেনের মজুদ আছে ৯ দিনের, পেট্রোলের মজুদ আছে ১৫ দিনের, জেট ফুয়েলের মজুদ আছে ৪৪ দিনের এবং ফার্নেস অয়েলের ৩২ দিনের মজুদ রয়েছে'।
দেশের জ্বালানি মজুদ ফুরিয়ে যাচ্ছে এমন প্রতিবেদন প্রকাশের পরিপ্রেক্ষিতে তিনি এসব কথা বলেন।
আগামী তিন দিনের মধ্যে আরও ৫০,০০০ টন পরিশোধিত তেল পতেঙ্গা বন্দরে আসবে বলেও জানান তিনি।
একইসঙ্গে, পেট্রোল পাম্প থেকে যানবাহনে কম জ্বালানি দেওয়ার কোনো সিদ্ধান্ত সরকার নেয়নি বলেও জানান বিপিসি চেয়ারম্যান।