স্বাস্থ্যকর একটি নাস্তা হতে পারে পটেটো অমলেট। এটি খেতে পারেন সকালের নাস্তায় কিংবা বিকেলে চায়ের সঙ্গে, রাখতে পারেন অতিথি আপ্যায়নেও। এটি খেতে ভীষণ মজার এবং পুষ্টিতেও ভরপুর। স্বাদে ভিন্নতা আনতে তৈরি করতে পারেন পটেটো অমলেট। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-
তৈরি করতে যা লাগবে
আলু- ৩টি
ডিম- ৫টি
পেঁয়াজ- ১টি
কাঁচা মরিচ- স্বাদমতো
লবণ- স্বাদমতো
চিলি ফ্লেক্স- ১ চা চামচ
অলিভ অয়েল- প্রয়োজনমতো।