You have reached your daily news limit

Please log in to continue


উল্কাপাতে বদলে গেল হ্রদের পানির রং, রহস্যময় জায়গাটি আপনার কাছেই

হুট করেই বদলে যায় পানির রং! কখনও গোলাফি, কখনও নীলাভ! খুব বেশি দূরে নয়; ভারতের মহারাষ্ট্রেই রয়েছে এমন একটি হ্রদ। মুম্বাই থেকে ৫০০ কিলোমিটার দূরে বুলধনা জেলার এই হ্রদ যেমন রহস্যের জমাট বেঁধেছে, তেমনই জনপ্রিয়ও হয়ে উঠেছে পর্যটকদের কাছে।

বিজ্ঞানীদের দাবি, এই হ্রদটি হাজার হাজার বছর আগে উল্কাপাতের ফলে তৈরি। বুলধনার এই লবণাক্ত পানির হ্রদ পর্যটন কেন্দ্র হিসেবেও বেশ পরিচিত। বছর খানেক আগেই এই হ্রদের পানির রং বদলে গোলাপি হয়ে যায়। কোভিড লকডাউনের মাঝে লোনার হ্রদের পানির এই রং বদল ঘিরেই শোরগোল পড়ে গিয়েছিল সাধারণ মানুষের মধ্যে। রং বদলের কারণ নিয়ে বিজ্ঞানী ও গবেষকদের মধ্যেও ছিল দ্বন্দ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন