মানবসভ্যতার ইতিহাসে তিনটি বড় শিল্পবিপ্লব গোটা দুনিয়ার গতিপথ ব্যাপকভাবে পালটে দিয়েছিল। প্রথম শিল্পবিপ্লব ঘটেছিল ১৭৬০ থেকে ১৮৪০ সালের মধ্যে। দ্বিতীয় শিল্পবিপ্লব ঘটেছিল ১৮৭১ থেকে ১৯১৪ সালের মধ্যে। তৃতীয় শিল্পবিপ্লব ঘটে ১৯৬৯ সালে ইন্টারনেটের আবিষ্কার ও ১৯৯০ সালে এর বাণিজ্যিক ব্যবহার অবমুক্ত করার মাধ্যমে। ইন্টারনেটের আবিষ্কার বিপ্লবের গতিকে বহুগুণ বাড়িয়ে দেয়।
স্মার্ট প্রযুক্তি বা চতুর্থ শিল্পবিপ্লবের কারণে অতীতের সবকিছু বদলে যাচ্ছে। ইন্টারনেট আবিষ্কারের ফলে নানা ধরনের হার্ডওয়্যার ও সফটওয়্যার নির্মাণ প্রতিষ্ঠানের বিকাশ ঘটে দ্রুত গতিতে। স্মার্ট প্রযুক্তি বা চতুর্থ শিল্পবিপ্লবকে কেন্দ্র করে বিশ্বব্যাপী অসংখ্য হাইটেক করপোরেশন ও বহুজাতিক প্রতিষ্ঠান যেমন মাইক্রোসফট, অ্যাপল, গুগল, অ্যামাজন, আলীবাবার মতো অসংখ্য প্রতিষ্ঠান গড়ে উঠেছে। প্রযুক্তিকে নির্ভর করে গড়ে উঠেছে কৃষি প্রক্রিয়াকরণ শিল্প প্রতিষ্ঠান থেকে শুরু করে মহাকাশে ভ্রমণের জন্য অত্যাধুনিক মহাকাশযান তৈরির প্রতিষ্ঠান।