ক্রিকেট দল একান্নবর্তী পরিবার হলে ড্রেসিংরুম ক্রিকেটারদের অন্দরমহল। যেখানে সুখে-দুঃখে একে অন্যের পাশে থাকতে হয়। ড্রেসিংরুমে কলহ নয়, কোলাহল পছন্দ ম্যানেজমেন্টের। কখনও কখনও মনোমালিন্য হলে সুখী পরিবারের অভিভাবকের মতো টিম ম্যানেজমেন্টের চেষ্টা থাকে বিবাদ মিটিয়ে ড্রেসিংরুমে স্বাস্থ্যকর পরিবেশ ফেরানোর।
বাংলাদেশ দলের ড্রেসিংরুমকেও সুশৃঙ্খল রাখার উদ্যোগ নিয়েছে বিসিবি। সম্প্রতি কিছু ইস্যুতে ড্রেসিংরুমের পরিবেশ উত্তপ্ত হওয়ায় তা শীতল করার চেষ্টা করা হচ্ছে। গতকাল জাতীয় দলের মধ্যাহ্ন ভোজের উৎসবমুখর পরিবেশে ড্রেসিংরুম নিয়ে খোলামেলা আলোচনা করেন পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। ক্রিকেটারদের কাছে স্বাস্থ্যকর একটি ড্রেসিংরুম চেয়েছেন তারা। সোহানরাও প্রতিশ্রুতি দিয়েছেন সুন্দর ড্রেসিংরুম গড়ে তোলার।