শ্রীলঙ্কায় প্রেসিডেন্টের দফতর খুলল ১০০ দিন পরে! কলম্বোয় কড়া নিরাপত্তা সেনার

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ২৫ জুলাই ২০২২, ২০:২৯

রাজধানী কলম্বোর বিভিন্ন এলাকায় এখনও চলছে বিক্ষোভ। এরই মধ্যে ১০০ দিন পরে কাজ শুরু হল শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সচিবালয়ে। কড়া সেনা নিরাপত্তায় নবনির্বাচিত প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘের দফতরে কাজ শুরুর কথা সোমবার সরকারি বিবৃতিতে জানানো হয়েছে।


লাগামছাড়া মূল্যবৃদ্ধি এবং দেশজোড়া অর্থনৈতিক সঙ্কটের প্রতিবাদ গত মার্চ থেকে বিক্ষোভ শুরু হয়েছিল শ্রীলঙ্কার বিভিন্ন এলাকায়। গত ৯ এপ্রিল বিক্ষোভকারীরা তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের দফতর অবরোধ শুরু করেন। প্রায় একই সময় তৎকালীন প্রধানমন্ত্রী তথা গোতাবায়ার দাদা মাহিন্দা রাজাপক্ষের দফতরের সামনেও শুরু হয়েছিল বিক্ষোভ।


প্রবল জনবিক্ষোভের জেরে মে মাসের গোড়ায় আত্মগোপন করেন মাহিন্দা। তাঁর দফতর বিক্ষোভকারীদের ‘দখলে’ চলে যায়। এর পর ৯ জুলাই গোতাবায়ার দফতরে ঢুকে পড়েন এক দল আন্দোলনকারী। এর পর তাঁকেও আর প্রকাশ্যে দেখা যায়নি। গত ১৩ জুলাই তিনি দেশ ছেড়েছেন বলে সরকারি বিবৃতিতে জানানো হয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ফেরার পর কী হবে গোতাবায়ার

প্রথম আলো | শ্রীলঙ্কা
২ বছর, ২ মাস আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us