শাস্তি এড়াতে ২০১৬ সালের হ্যাকিংয়ের ঘটনা চেপে যাওয়ার দায় স্বীকার উবারের

ইত্তেফাক প্রকাশিত: ২৫ জুলাই ২০২২, ১৮:০১

শাস্তি এড়াতে ২০১৬ সালের হ্যাকিংয়ের ঘটনা চেপে যাওয়ার অভিযোগ আদালতে স্বীকার করেছে রাইড-হেইলিং প্ল্যাটফর্ম উবার। ওই ঘটনায় বেহাত হয়েছিল পাঁচ কোটি ৭০ লাখ চালক ও আরোহীর স্পর্শকাতর তথ্য।


রয়টার্স জানিয়েছে, তথ্য গোপনের অভিযোগে অপরাধী হিসেবে বিচার এবং সম্ভাব্য শাস্তির ঝুঁকি এড়াতেই মার্কিন আইনজীবীদের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে উবার।


সমঝোতার অংশ হিসেবে কোম্পানিটি সরকারপক্ষের কাছে স্বীকারোক্তি দিয়েছে, ২০১৬ সালের হ্যাকিংয়ের ঘটনা স্থানীয় বাজার নিয়ন্ত্রক সংস্থা ‘ফেডারেল ট্রেড কমিশন’ (এফটিসি)-কে জানাতে ব্যর্থ হয়েছিল এর কর্মীরা। ওই সময়ে কোম্পানির ডেটা নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা তদন্ত করছিল সংস্থাটি।


স্যান ফ্রান্সিসকোর আদালতে যুক্তরাষ্ট্রের সরকারপক্ষের আইনজীবী স্টেফানি হাইন্ডস বলেন, হ্যাকিংয়ের ঘটনা প্রকাশের আগে এক বছর সময়ক্ষেপণ করেছে উবার। হাইন্ডসের মতে, বাজার নিয়ন্ত্রক কর্তৃপক্ষকে তদন্তে সহযোগিতা করতে এবং স্বচ্ছতা বজায় রাখতে কোম্পানির নতুন ব্যবস্থাপনার উদ্যোগের প্রতিফলন রয়েছে অভিযোগপত্রে উবারকে অপরাধী হিসেবে চিহ্নিত না করার সিদ্ধান্তে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us