২ আওয়ামী লীগ নেতা বহিষ্কার

যুগান্তর প্রকাশিত: ২৫ জুলাই ২০২২, ১৭:৫৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলম আলী ও জামালপুর পৌর আওয়ামী লীগের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শুভেন্দু মোহন চৌধুরী বাবনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। 


সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগ পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারের কথা জানায়। 


দলীয় সূত্রে জানা যায়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে শরিফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলম আলীকে সাময়িক বহিষ্কার করে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগ।


সোমবার সকালে বহিষ্কৃত ওই সাধারণ সম্পাদকের কাছে প্রেরিত জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এমএ মান্নান খান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান স্বপনের যৌথ স্বাক্ষরিত একপত্রে এ তথ্য জানানো হয়। 


পত্রে উল্লেখ করা হয়, বাংলাদেশ আওয়ামী লীগ ২নং শরিফপুর ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল ২০২২ উপলক্ষে আপনিসহ একাধিক ব্যক্তি সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 


কাউন্সিলরদের মধ্যে প্রচার কাজ পরিচালনা করাকালীন গত ২২ জুলাই গোদাশিমলা বাজার ও মুকুল বাজারে পরপর দুইটি স্থানে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের ঘটনা ঘটিয়েছেন। দুইটি ঘটনাতেই আপনার সশরীরে সম্পৃক্ততা ছিল। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us