যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে গত শুক্রবার থেকে শুরু হওয়া দাবানল আরও বেশি এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে। গতকাল রোববার রাতে ক্যালিফোর্নিয়ার দমকল বিভাগ বলেছে, দাবানলে ১৫ হাজার ৬০৩ একর জমির গাছপালা ও স্থাপনা পুড়ে গেছে।
তবে গত কয়েক দিনের তুলনায় আগুনের তীব্রতা কমেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইতিমধ্যে ওই এলাকার ৬ হাজারের বেশি মানুষকে নিরাপদে সরানো হয়েছে। ১০টি স্থাপনা ধ্বংস হয়ে গেছে। মারিপোসা কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দমকল বিভাগ বলেছে, দাবানলের কারণে ঘরবাড়ি ও ব্যবসায়িক অবকাঠামো মিলিয়ে আরও ৩ হাজার ২৭১টি অবকাঠামো হুমকির মধ্যে আছে।
বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত কিছু ছবিতে ক্যালিফোর্নিয়ার দাবানলের ভয়াবহতা দেখে নেওয়া যাক।