‘বিশ্বকাপের পর ওয়ানডে থেকে অবসর নেবে পান্ডিয়া’

প্রথম আলো প্রকাশিত: ২৪ জুলাই ২০২২, ১৭:৪১

সংস্করণটা ছোট, কিন্তু দ্রুতই ক্রিকেট অঙ্গনে বড় থেকে আরও বড় জায়গা করে নিচ্ছে টি-টোয়েন্টি ক্রিকেট। টি-টোয়েন্টি এভাবে জায়গা দখল করে নেওয়ায় কোণঠাসা হয়ে পড়ছে ওয়ানডে ক্রিকেট। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—তিন সংস্করণ মিলিয়ে ঠাসা সূচির কারণে অনেক ক্রিকেটারই কুলিয়ে উঠতে পারছেন না। এর ফল হিসেবেই সম্প্রতি ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস।


ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্ট ক্রিকেট এমনিতে ছাড়তে চান না খেলোয়াড়েরা। আর টি-টোয়েন্টিতে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আছে বলে অর্থের ঝনঝনানি সেখানে। এ কারণে এই সংস্করণও ছাড়েন না কেউই। চাপ কমাতে খেলোয়াড়দের তাই ওয়ানডে ক্রিকেট থেকেই সরে দাঁড়ানোর বিষয়টি এখন বাস্তবতা। অদূর ভবিষ্যতে ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দেবেন বলে মনে করেন দেশটির সাবেক ক্রিকেটার রবি শাস্ত্রী।

টি-টোয়েন্টি ক্রিকেটে আরও বেশি মনোযোগ দিতেই পান্ডিয়া ওয়ানডে থেকে অবসর নেবেন বলে মনে করেন শাস্ত্রী, ‘এখন অনেক খেলোয়াড়ই নিজেদের পছন্দমতো সংস্করণ বেছে নেন। হার্দিক পান্ডিয়ার কথাই ধরুন, সে টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে চায়। সে এটা পরিষ্কার করে দিয়েছে যে (টি-টোয়েন্টি ছাড়া) সে অন্য সংস্করণে খেলতে চায় না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us