You have reached your daily news limit

Please log in to continue


বার্সেলোনা সমর্থকদের হাসি ফিরিয়ে দিতে চান লেভানদস্কি

গত মৌসুমটা ভালো যায়নি বার্সেলোনার। সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারেনি জাভির দল। গত মৌসুমের সব হতাশা-ব্যর্থতা ভুলে গিয়ে নতুন শুরুর প্রত্যয় গাইছে বার্সেলোনা। নতুন শুরুর প্রত্যয়ে যোগ হয়েছে রবার্ত লেভানদোস্কির নাম।

 

বার্সেলোনা সমর্থকদের মুখে হাসি ফোটাতে চান পোলিশ এই স্ট্রাইকার।

 

প্রায় চার কোটি ৫০ লাখ ইউরোর বিনিময়ে লেভানদোস্কিকে দলে ভিড়িয়েছে বার্সেলোনা। গত মৌসুমে লিওনেল মেসি দল ছাড়ার পর একজন গোল স্কোরারের অভাবে ভুগেছে স্প্যানিশ ক্লাবটি। লেভানদোস্কি দলে যোগ দেওয়ায় সেই অভাব পূরণের স্বপ্ন দেখছে কাতালানরা। লেভানদোস্কিও শোনাচ্ছেন আশার বাণী। সমর্থকদের মুখে হাসি ফেরাতে চান তিনি।  

আসছে মৌসুমের প্রস্তুতি নিতে বার্সেলোনা এখন অবস্থান করছে যুক্তরাষ্ট্রে। সেখানেই গণমাধ্যমের মুখোমুখি হয়ে লেভানদোস্কি বলেছেন, 'আমি বার্সেলোনা সমর্থকদের অনেক আনন্দ দিতে চাই। আমি তাদেরকে ততটা খুশি করতে চাই, তারা আগে যেমন ছিল। কারণ দলের অবস্থা যেমনই হোক না কেন তারা দলকে সমর্থন জুগিয়ে যাচ্ছে। এই মৌসুমে আমরা ভক্তদের যতটা সম্ভব আনন্দ দেওয়ার চেষ্টা করব। '

 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন