ভারতে করোনা টিকার সিঙ্গেল ডোজও নেননি ৪ কোটি মানুষ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৩ জুলাই ২০২২, ১২:৫৯

ভারতের চার কোটির মতো মানুষ করোনা প্রতিরোধে সিঙ্গেল ডোজও নেননি বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ পাওয়ার। শুক্রবার (২২ জুলাই) লোকসভায় এ তথ্য জানান তিনি। তিনি লিখিত এক বক্তব্যে জানান, দেশটির সরকার বিনামূল্যে করোনার টিকা কার্যক্রম চালাচ্ছে।


গত ১৮ জুলাই পর্যন্ত ১৭৮ কোটি ৩৮ লাখ ৫২ হাজার ৫৬৬ ডোজ টিকা (৯৭ দশমিক ৩৪ শতাংশ) দেওয়ার নিবন্ধন করা হয়েছে। দেশটির কতজন মানুষ সিঙ্গেল ডোজ নিয়েছেন এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, গত ১৮ জুলাই পর্যন্ত ৪ কোটি মানুষ করোনার কোনো সিঙ্গেল ডোজও নেননি। স্বাস্থ্যকর্মী, ফ্রন্টলাইনারসহ ৬০ বছর পর্যন্ত সবাইকে বিনামূল্যে করোনার টিকা দেওয়া হচ্ছে। ১৫ জুলাই থেকে সরকারি টিকা কেন্দ্রে ১৮ বছর বা তার বেশি বয়সী সকলকে সতর্কতামূলক ডোজ পরিচালনার জন্য একটি বিশেষ ৭৫ দিনের অভিযান শুরু হয়েছে। ভারতের স্বাধীনতার ৭৫তম বার্ষিকী উদযাপনের জন্য সরকারের আজাদি কা অমৃত মহোৎসবের অংশ হিসাবে কোভিড সতর্কতা ডোজ গ্রহণ বাড়ানোর লক্ষ্যে ‘কোভিড টিকাদান অমৃত মহোৎসব’ হচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, ভারতের ৯৮ শতাংশ বয়স্ক ব্যক্তি অন্তত এক ডোজ টিকা নিয়েছেন। বলা হচ্ছে, ৯০ শতাংশ মানুষ পুরোপুরি ভ্যাকসিন গ্রহণ সম্পন্ন করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us