একটা সময় ছিল, দলবদলের সময় এলেই নেইমারকে নিয়ে কিছু না কিছু গুঞ্জন ফুটবল–বিশ্বে থাকতই। সে সময়টা পেরিয়ে গেছে, অনেক দিন হলো, নেইমারকে নিয়ে দলবদলের বাজারে তেমন কোনো গুঞ্জন নেই। এবার অবশ্য ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে নিয়ে একটা মৃদু গুঞ্জন শোনা যাচ্ছে—উপযুক্ত মূল্য পেলে নেইমারকে বিক্রি করতে প্রস্তুত পিএসজি!
প্যারিসের ক্লাবটি নেইমারকে বিক্রি করতে চাইলেও তিনি এ মুহূর্তে পিএসজি ছাড়তে চান না বলেও শোনা যাচ্ছে। পিএসজি তাঁকে ২০১৭ সালে ট্রান্সফার ফির বিশ্ব রেকর্ড গড়ে দলে ভিড়িয়েছিল একটি চ্যাম্পিয়নস লিগের অপূর্ণ স্বপ্ন পূরণ করার প্রত্যাশায়। সেটি এখনো হয়ে ওঠেনি।
এখন নেইমার স্বপ্ন দেখছেন পিএসজিকে অন্তত একটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতানোর। এ স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত তিনি প্যারিস ছেড়ে অন্য কোথাও যেতে চান না। কিন্তু শেষ পর্যন্ত যদি উপযুক্ত মূল্য পেয়ে পিএসজি তাঁকে বিক্রি করেই দেয়, তাহলে তো আর কিছু করার থাকবে না নেইমারের!