You have reached your daily news limit

Please log in to continue


আখাউড়া স্থলবন্দর দিয়ে এক বছরে আমদানি বেড়েছে ২৬২ গুণ

করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার এক বছরের মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি দুই–ই বেড়েছে। গত ৩০ জুন শেষ হওয়া ২০২১-২২ অর্থবছরে এই স্থলবন্দর দিয়ে ভারতের সেভেন সিস্টারখ্যাত উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো থেকে ২৮৮ কোটি ৩২ লাখ টাকার পণ্য আমদানি হয়েছে। এ আমদানি ২০২০-২১ অর্থবছরের তুলনায় ২৬২ গুণ বেশি।

অন্যদিকে আমদানি বাড়লেও কমেছে রপ্তানি। সদ্য বিদায়ী ২০২১-২২ অর্থবছরে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ওই রাজ্যগুলোয় ৬৮০ কোটি ১১ লাখ টাকার পণ্য রপ্তানি হয়েছে। আর ২০২০-২১ অর্থবছরে রপ্তানি হয়েছিল ৬৯৭ কোটি ৭০ লাখ টাকার পণ্য। সেই হিসাবে আগের বছরের চেয়ে গত বছর এ স্থলবন্দর দিয়ে রপ্তানি কমেছে প্রায় ১৮ কোটি টাকার। এ স্থলবন্দর দিয়ে ২০২১-২২ অর্থবছরে ৪ হাজার ৫২৭ ট্রাক পণ্য আমদানি ও ৯ হাজার ২৯৮ ট্রাক পণ্য রপ্তানি হয়েছে।


স্থলবন্দরটির ট্রাফিক পরিদর্শক মো. জাকির হোসেন প্রথম আলোকে বলেন, এটি মূলত রপ্তানিমুখী বন্দর। তবে গত অর্থবছরে এই বন্দর দিয়ে গম ও চাল বেশি আমদানি হয়েছে। এর মধ্যে ৮৮ হাজার মেট্রিক টন গম আমদানি করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন