বিএনপি দেশের এগিয়ে যাওয়া পছন্দ করে না

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৩ জুলাই ২০২২, ০৯:২২

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি নামক দলটি বাংলাদেশের এগিয়ে যাওয়া পছন্দ করে না। তারা সামনে যে ইস্যু পায় তা নিয়েই রাজনীতি করে।


শুক্রবার (২২ জুলাই) দিনাজপুরের বোচাগঞ্জে ছোট সুলতানপুর উচ্চ বিদ্যালয় এবং বড় সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন শেষে বড় সুলতানপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।



খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আজকে যখন বিদ্যুৎ নিয়ে লোডশেডিং হচ্ছে সেটা নিয়ে তারা রাজনীতি করছে। এটার নাম দেশপ্রেম হতে পারে না। বিশ্ব সংকটের সময়ে দেশকে রক্ষা করতে সরকারের আহ্বানে সবাইকে দায়িত্ব পালন করতে হবে।


তিনি বলেন, দেশে শতভাগ বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। বর্তমানে লোডশেডিং ব্যবস্থা চালু করা হয়েছে। আজ থেকে ১৫ বছর আগে আমরা বিদ্যুতের মধ্যে ছিলাম না। তখন একদিন বিদ্যুৎ চলে গেলে চারদিন পর আসত।  


বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ছন্দা পালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক আফসার আলী, পৌর মেয়র মো. আসলাম এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us