সুইমিংপুলে বিশাল গর্ত হয়ে নিমেষেই পানি উধাও, একজনের মৃত্যু

কালের কণ্ঠ প্রকাশিত: ২৩ জুলাই ২০২২, ০৮:৫৭

সুইমিংপুলে সাঁতার কাটার সময় সিঙ্ক হোল বা গর্ত তৈরি হয়ে নিমেষেই মাটির নিচে চলে যায় সব পানি। এ ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ইসরায়েলের তেল আভিভ থেকে ২৫ মাইল দক্ষিণ-পূর্বাঞ্চলের কারমি ইওসেফ এলাকায়। বিবিসি জানিয়েছে, এক কম্পানির সুইমিংপুলে ঘটনাটি ঘটেছে। 


এ ঘটনায় প্রাণ হারানো ৩২ বছর বয়সী ওই ব্যক্তি কম্পানিটির কর্মচারী ছিলেন। ৬০ বছর বয়সী এক দম্পতি কম্পানিটির মালিক। কর্মচারীর মৃত্যুর ঘটনায় মালিকপক্ষের দুজনকে আটক করেছে পুলিশ। অবহেলাজনিত কারণে কর্মচারীর মৃত্যু হওয়ার অভিযোগে তাদের আটক করা হয়।


স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চার ঘণ্টার চেষ্টায় উদ্ধারকারী দল তার কাছে পৌঁছাতে সক্ষম হয়। কিন্তু ৪৩ ফুট গভীরে আটকা পড়ার কারণে তার প্রাণ চলে যায়। আরেকজন ব্যক্তিও সিঙ্ক হোলে পড়েছিলেন। তবে সামান্য আহত হলেও তিনি বের হতে পেরেছেন। দুর্ঘটনার সময় সেখানে অন্তত ৫০ জন উপস্থিত ছিলেন। তবে সুইমিংপুলে ছিলেন কেবল ছয়জন। তাদের মধ্যে দুজন সিঙ্ক হোলে পড়ে যান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us