বিয়ের পরে শ্বশুরবাড়ি গিয়ে মেয়েদের জীবন অনেকটাই বদলে যায়। নতুন জায়গা, নতুন পরিবার, নতুন আত্মীয়স্বজনের সঙ্গে পরিচিতি হয়। বিবাহিত জীবনের অভিজ্ঞতায় ব্যক্তিত্বেও অনেক পরিবর্তন হয়। বিবাহিত জীবনের দায়িত্ব তাঁকে নিতে হয়। তাঁর নিজেরই মনে হয়, তিনি আর আগের মানুষটি নেই। অনেক সময় এই অভিজ্ঞতা মা ও মেয়ের সম্পর্কে (Mother Daughter Bond) প্রভাব ফেলে।
মায়ের সঙ্গে মেয়েদের সম্পর্ক এমনিই খুব প্রিয়। বিয়ের পর সেই সম্পর্ক যেন আরও বেশি মিষ্টি হয়ে ওঠে। তাই বিয়ের পর যখন মেয়েদের মধ্যে পরিবর্তন আসে, তখন তার প্রভাব সবচেয়ে বেশি পড়ে মা-মেয়ের সম্পর্কেও। কিছু কিছু কাজ আছে যা মেয়েরা অজান্তেই করে ফেলেন, কিন্তু তা মায়ের মনেও গভীর ছাপ ফেলে। এমন হয় যে তিনি অনেক সময় আঘাত পান। নিজেই হয়তো সম্পর্কে দূরত্ব তৈরি করতে শুরু করেন।