বিদ্যুৎ অফিসকর্মী পরিচয়ে সাংবাদিকের বাড়িতে লুট

ঢাকা টাইমস প্রকাশিত: ২১ জুলাই ২০২২, ১৯:১৯

ঢাকার সাভারে দিনেদুপুরে পল্লীবিদুৎ অফিসকর্মী পরিচয়ে প্রবেশ করে স্থানীয় এক সংবাদকর্মীর বাড়িতে দস্যুতার ঘটনা ঘটেছে। এ সময় তারা বাড়ির লোকজনকে হাত-পা বেধে নগদ অর্থসহ মূল্যবান মালামাল লুটে করে নিয়ে যায়। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজাঘাট কবরস্থানের পাশে সাংবাদিক মীর আরজুর নিজস্ব একতলা বাড়িতে এ ঘটনা ঘটে। ভূক্তভোগী মীর আরজু দৈনিক যায়যায়দিন পত্রিকার সাভার উপজেলা প্রতিনিধি।


এ ব্যাপারে সাংবাদিক মীর আরজু ঢাকা টাইমসকে জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অজ্ঞাত তিন ব্যক্তি তার বাড়িতে এসে নিজেদের পল্লী বিদ্যুৎ অফিসের লোক পরিচয় দিয়ে ঘরে প্রবেশ করে তার স্ত্রীর হাত-পা বেধে মুখে স্কচটেপ লাগিয়ে দেয়। এছাড়া তার ছেলে অনন্ত মীরকে (৭) মুখচেপে আটকে রাখে।


পরে তারা আলমারি থেকে নগদ ২৬ হাজার টাকা, একটি হিরার আংটি, ২টি হিরার নাকফুল, ল্যাপটপ এবং মোবাইল লুট করে পালিয়ে যায়। পরে ছেলের সহায়তায় তার স্ত্রী হাত পায়ের বাধন খুঁলে মুক্ত হয়ে চিৎকার করলে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে। এ ব্যপারে হেমায়েতপুর ট্যানারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পুলিশ পরিদর্শক মো. রাসেল মোল্লা ঢাকা টাইমসকে বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি। পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা করছি। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us