স্কুল, ক্লাস আর হোমওয়ার্ক নিয়ে ব্যস্ত থাকা তনয়ার জীবন স্বাভাবিক গতিতেই চলছিল। তারপর একদিন স্কুল ছুটির পর বাসার পরিবর্তে সে নিজেকে আবিষ্কার করে হোটেল রুমে৷ সেখান থেকে থানা হয়ে নিজের বাড়িতে।
বাড়িতে ফিরলেও বাবা-মায়ের কাছে আর ফেরা হয়নি। যারা এতদিন আদরে-ভালোবাসায় আগলে রেখেছিল তাকে। এভাবে তনয়ার গন্তব্য পাল্টাতেই থাকে। পাল্টে যায় সমাজবাস্তবতা।