স্মার্টফোনের সিম কার্ড পরিষ্কার করবেন যেভাবে

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২০ জুলাই ২০২২, ১৩:০০

সিম কার্ডের উপর বিভিন্ন কারণেই ময়লা জমে। এ থেকে তৈরি হতে পারে নানা ধরনের সমস্যা। কখনো কখনো সিম কার্ডের ওপর ময়লা জমলে সংযোগের সমস্যা তৈরি হয়। ফলে স্মার্টফোনের সিগন্যাল দুর্বল দেখায়। যে কারণে ফোন করার সময় অথবা নেট ব্যবহার করার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়।


এ জন্য যেসব ফোনে ফিজিক্যাল সিম কার্ড রয়েছে সেগুলো পরিষ্কার রাখা দরকার। নির্দিষ্ট সময় অন্তর সিম খুলে তা পরিষ্কার করতে হবে। তাহলে চলুন জেনে নিই, যেভাবে সিম পরিষ্কার করবেন-


ফোন থেকে সিম খুলে দিন


সাধারণত প্রতিটি স্মার্টফোনের সাইডে রয়েছে সিম কার্ড স্লট। যেকোনো সিম ইজেক্টর টুল ব্যবহার করে খুব সহজেই ফোন থেকে সিম কার্ড খুলতে পারবেন। তবে কিছুটা পুরনো ফোন হলে ফোনের ব্যাকপ্যানেল খুলে সিম বের করতে হবে। তারপর পরিষ্কার করতে হবে।


রাবার ইরেজার


ইলেকট্রনিক্স প্রডাক্ট পরিষ্কার করার জন্য রয়েছে নন কনডাক্টিভ স্প্রে। তার মধ্যে অন্যতম জনপ্রিয় ডব্লিডিফোরজিরো। এই ধরনের কোনো লিক্যুয়িড দিয়ে ফোনের সিম পরিষ্কার করা যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us