বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হকের মুক্তিসহ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী চায় দলটি। একই সঙ্গে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) পরিবর্তে ভোটগ্রহণ ব্যালট পেপারের মাধ্যমে করতে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটি নির্বাচন কমিশনকে (ইসি) মোট ১৫টি প্রস্তাব দিয়েছে।
মঙ্গলবার (১৯ জুলাই) নির্বাচন ভবনে আয়োজিত সংলাপে বসে নির্বাচন কমিশনের (ইসি) কাছে ওই প্রস্তাবনা দেয় দলটি। সংলাপে বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। প্রধান নির্বাচন কমিশনার, চার নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।
দলটির লিখিত প্রস্তাবনাগুলো হচ্ছে-
১। নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে কমিশনকে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
২। নির্বাচনী তফসিল ঘোষণার দিন থেকে স্বরাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রণালয় এবং প্রজাতন্ত্রের কর্মকর্তাদের বদলির ক্ষমতা ইসির হাতে রাখা এবং নির্বাচনী এলাকায় নির্বাচনের সাত দিন আগে থেকে নির্বাচনের ৭২ ঘণ্টা পর পর্যন্ত সেনাবাহিনী মোতায়েন করা।