'ও মানুষ…দুডো চোখ দুডো কান, দ্যাখবা শোনবা, একটা মুখ তো, কতা কম কবা'।
খুলনা-সাতক্ষীরা এলাকার আঞ্চলিক ভাষায় একজন অখ্যাত শিল্পীর গাওয়া এই গান বেশ জনপ্রিয়তা পেয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে। তিনি গেয়েছিলেন বেশ দরদ দিয়ে। তখন তার গানের 'একটা মুখ তো, কতা কম কবা' লাইনটি মানুষের মুখে মুখে ফেরে।
এখনও কেউ একটু বেশি কথা বললে বা অপ্রাসঙ্গিক কথা বললে লাইনটি রসিকতার ছলে কিংবা সিরিয়াসলিও অনেকে উদাহরণ হিসেবে ব্যবহার করেন।
কথা বলার জন্য শরীরের একাধিক অঙ্গ ব্যবহৃত হলেও মূল ভূমিকা পালন করে জিহ্বা। যে কারণে জিহ্বা সংযত রাখার নির্দেশনা ধর্মেও আছে। নবী মুহাম্মদও (স.) বলেছেন, সেই প্রকৃত মুসলিম, যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদ। এখানে বোঝানো হয়েছে, যার কথার দ্বারা কেউ কষ্ট না পায়, তিনিই উত্তম ব্যক্তি। এটি একজন সাধারণ মানুষের বেলায় যেমন সত্য, তারচেয়ে বেশি সত্য সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ক্ষেত্রে।