You have reached your daily news limit

Please log in to continue


দ্বিতীয় প্রান্তিকে এলসিডি প্যানেল বিক্রি কমেছে ১১.৩%

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে এলসিডি প্যানেল বিক্রি ১১ দশমিক ৩ শতাংশ কমেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও চীনে লকডাউনের ফলে মনিটর ব্র্যান্ডগুলো এলসিডি প্যানেল ক্রয় কমিয়ে দেয়ায় এমনটা হয়েছে। বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ট্রেন্ডফোর্সের সাম্প্রতিক এক প্রাক্কলনে বলা হয়, চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে এলসিডি প্যানেল বিক্রি হয়েছে ৪ কোটি ২৫ লাখ ইউনিট। প্রথম প্রান্তিকের তুলনায় যা কমেছে ১১ দশমিক ৩ শতাংশ।

ট্রেন্ডফোর্সের প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের শুরুর দিকে উচ্চ বিক্রয় লক্ষ্যমাত্রা হাতে নিয়েছিল মনিটর ব্র্যান্ডগুলো। ২০২১ জুড়ে এলসিডি প্যানেল স্বল্পতার বিষয়টি আমলে নিয়ে চলতি বছরের প্রথম প্রান্তিকে অতিরিক্ত প্যানেল ক্রয় করেছে মনিটর নির্মাতা ব্র্যান্ডগুলো। ব্যাপক চাহিদার ওপর দাঁড়িয়ে জানুয়ারি-মার্চ প্রান্তিকে এলসিডি মনিটর প্যানেল বিক্রি হয়েছিল ৪ কোটি ৭৯ লাখ ইউনিট, যা বছরওয়ারি বেড়েছে ২০ শতাংশ। প্রথম প্রান্তিকে বৈশ্বিক এলসিডি প্যানেল বিক্রি ২০১২ পরবর্তী সর্বোচ্চে দাঁড়িয়েছিল।

ফেব্রুয়ারির শেষ দিকে বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক পটপরিবর্তন হতে শুরু করে। ভোক্তা চাহিদা হ্রাসে মনিটর ব্র্যান্ডগুলো তাদের এলসিডি প্যানেল আমদানি লক্ষ্যমাত্রা কমায়। বিশ্বের প্রধান অর্থনীতিগুলোর কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক সুদহার বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে শ্লথগতির কারণে মূলধন ব্যয়ের ক্ষেত্রে সতর্কভাবে এগোচ্ছে বিভিন্ন কোম্পানি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন