Banana Peel Hack: কলার খোসা না ফেলে কাজে লাগান এই পথে

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১৯ জুলাই ২০২২, ০৮:২৭

কলার খোসা বললেই মনে পড়ে যায় ছেলেবেলার পা পিছলে আলুর দম হওয়ার কথা। কিন্তু কলার খোসা কিন্তু অতটাও তাচ্ছিল্যের জিনিস নয়। ঠিক মতো ব্যবহার করলে কলার খোসা দিয়েই এমন কিছু কার্যোদ্ধার হতে পারে যা, সাধারণত মাথায় আসা কঠিন। বিশেষ করে অল্প পাকা কলার খোসা বেশ কিছু ঘরোয়া কাজে যুতসই হতে পারে।


১। জুতো সাফাই


চটজলদি বাইরে যেতে হবে অথচ জুতো পরিষ্কার করার জিনিসপত্র নেই হাতের কাছে? ব্যবহার করতে পারেন কলার খোসা। বিশেষ করে চামড়া ও ফোমের তৈরি জুতো চকচকে করতে বেশ কার্যকর হতে পারে কলার খোসা। কাঁচা-পাকা কলার খোসা এই কাজে সবচেয়ে উপযোগী। কলার খোসা দিয়ে জুতো ঘষার পর একটি পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন জুতো।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us