মুদ্রাস্ফীতি কমলে দাম কমতে পারে টেসলার: মাস্ক

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৭ জুলাই ২০২২, ১৪:০৫

মুদ্রাস্ফীতি কমলে টেসলা গাড়ির দামও কমতে পারে বলে মন্তব্য করেছেন ইলন মাস্ক। কাঁচামালের মূল্য বৃদ্ধির কারণে গত কয়েক মাসে বিদ্যুচ্চালিত গাড়ির দাম কয়েক হাজার ডলার বাড়িয়েছে টেসলা।


টুইটারের সঙ্গে সম্পর্ক আদালত পর্যন্ত গড়ালেও এখনও প্ল্যাটফর্মটিতে পুরোপুরি সক্রিয় আছেন ইলন মাস্ক। প্ল্যাটফর্মটিতে তার অনুসারীর সংখ্যা এখন ১০ কোটির বেশি। এক টুইটার ফলোয়ারের প্রশ্নের উত্তরেই মাস্ক টেসলা গাড়ির দাম কমানোর সম্ভাবনা জানিয়েছেন বলে উঠে এসেছে রয়টার্সের প্রতিবেদনে।


ওই টুইটার ফলোয়ার মাস্কের উদ্দেশ্যে প্রশ্ন করেছিলেন, মহামারীর লকডাউন এবং সরবরাহ ব্যবস্থার অস্থিতীশীলতার কারণে টেসলা যে গাড়ির দাম বাড়িয়েছিল, কোম্পানির সেটি কমিয়ে আনার কোনো পরিকল্পনা আছে কি না।


শুক্রবার পোস্ট করা টুইটে মাস্ক লিখেছেন, “যদি মুদ্রাস্ফীতি শান্ত হয়ে আসে, তাহলে গাড়ির দাম কমাতে পারি আমরা।”


গত কয়েক মাসে টেসলা গাড়ির দাম বেড়েছে কয়েক হাজার ডলার। রয়টার্স বলছে, কয়েক দিক থেকে চাপের মুখে পড়ছে টেসলা। একদিকে অ্যালুমিনিয়াম ও লিথিয়ামের মতো ব্যাটারি ও গাড়ির যন্ত্রাংশ নির্মাণে ব্যবহৃত কাঁচামালের দাম বেড়েছে; অন্যদিকে, পুরো প্রযুক্তি শিল্পে বিদ্যমান চিপ শঙ্কটের বিরূপ প্রভাব পড়েছে কোম্পানির উৎপাদন প্রক্রিয়ায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us