২০১২ সালের ৮ ডিসেম্বর, মিরপুর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই ওয়ানডেতে বাংলাদেশ দলে ছিলেন মাত্র একজন পেসার—শফিউল ইসলাম। নিজেদের ওয়ানডে ইতিহাসে কোনো ম্যাচে বাংলাদেশের হয়ে একজন পেসার বোলিং করেছেন, এমন ঘটনা আছে মাত্র পাঁচটি। সর্বশেষটি দশ বছর আগের ওই ম্যাচে।
গায়ানায় আবার এক পেসার নিয়ে নামছে বাংলাদেশ। গত ম্যাচে তাসকিন আহমেদকে বাদ দিয়ে খেলানো হয়েছিল অফ স্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেনকে। তৃতীয় ম্যাচে দলে রাখা হয়নি আরেক পেসার শরীফুল ইসলামকেও। তাঁর বদলে আরেকজন স্পিনার খেলাচ্ছে বাংলাদেশ। টসের সময় তামিম সেই স্পিনারের নাম না বললেও স্কোয়াডে গত ম্যাচের একাদশের বাইরে আছেন শুধু তাইজুলই।
তাইজুল সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০২০ সালের মার্চে, জিম্বাবুয়ের বিপক্ষে। প্রায় আট বছরের ক্যারিয়ারে সব মিলিয়ে এ বাঁহাতি স্পিনার ওয়ানডে খেলেছেন মাত্র ৯টি, আজ দশম ম্যাচ তাঁর।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, নাসুম আহমেদ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।