রাজনৈতিক ও অর্থনৈতিক চরম সংকটের মধ্যে পদত্যাগ না করেই দেশত্যাগ করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। মঙ্গলবার ভোরে দেশত্যাগ করার পর বৃহস্পতিবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে পদত্যাগ করেন তিনি। প্রেসিডেন্টের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন দেশটির পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনেও।
প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে রাষ্ট্রপতির প্রাসাদ, রাষ্ট্রপতি সচিবালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারী ভবনগুলি দখল করে থাকা বিক্ষোভকারীরা বৃহস্পতিবার বিকেলে দখল ছেড়ে দেওয়ার ঘোষণার পরেই গোতাবায়ার পদত্যাগের খবর আসে। তিনি পদত্যাগ করেছেন শুনে রাজধানী কলম্বোতে মানুষ আনন্দে পটকা ফাটিয়েছে। গোতাবার দেশত্যাগের পর লঙ্কানদের ক্ষোভ যায় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের দিকে। এরই মাঝে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত হওয়া দেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সেনাবাহিনীকে শক্তিপ্রয়োগের ক্ষমতা দেওয়া হয়েছে।