পুরো কোম্পানি থেকে ব্যাপক হারে কর্মী ছাটায়ের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে টুইটার। অধিগ্রহণ চুক্তি বাতিল করার আগে মুনাফা বাড়ানোর কৌশল হিসেবে কর্মী ছাটাইয়ের কথাই বলেছিলেন ইলন মাস্ক।
ব্যাপক হারে কর্মী ছাটাই করা না হলেও কোম্পানির অভন্ত্যরীণ কাঠামো ঢেলে সাজানোর প্রক্রিয়া চালু থাকবে বলে জানিয়েছে মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মটি।
টেসলা প্রধান ইলন মাস্কের বিরুদ্ধে ডেলাওয়্যারের আদালতে মামলা করার পরের দিনেই কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া নথিপত্রে বড় পরিসরে কর্মী ছাটাইয়ের পরিকল্পনা না থাকার বিষয়টি জানিয়েছে টুইটার।
চার হাজার চারশ কোটি ডলারে টুইটার কেনার জন্য সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেও সম্প্রতি সেই চুক্তি থেকে পিছপা হয়েছেন ইলন মাস্ক। প্রতিক্রিয়ায় যৌক্তিক কারণ ছাড়াই চুক্তি ভঙ্গের পাল্টা অভিযোগ এনে মাস্কের বিরুদ্ধে মামলা করেছে টুইটার।
রয়টার্স জানিয়েছে, মামলায় হারলে প্রাথমিক প্রস্তাবে উল্লেখিত শেয়ার প্রতি ৫৪ ডলার ২০ সেন্ট দামেই টুইটার কিনতে বাধ্য হতে পারেন ইলন মাস্ক।