রেলে ঘাপটি মেরে থাকা দুর্নীতির ভূত তাড়াতে হবে: রাব্বানী

কালের কণ্ঠ প্রকাশিত: ১৪ জুলাই ২০২২, ০৯:৫৭

বাংলাদেশ রেলওয়ের অব্যবস্থাপনা পরিবর্তনে এবং যাত্রী হয়রানির প্রতিবাদে ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মহিউদ্দিন রনি। তার দাবিগুলোকে যৌক্তিক জানিয়ে রনির পাশে দাঁড়ালেন ছাত্রলীগের সাবেক সাধরাণ সম্পাদক গোলাম রাব্বানী।


এক ফেসবুক পোস্টে গোলাম রাব্বানী লেখেছেন, ‘বাংলাদেশ রেলওয়েতে চলা দীর্ঘদিনের অনিয়ম, অব্যবস্থাপনা, দুর্নীতির বিরুদ্ধে ৬ দফা দাবি নিয়ে কমলাপুর রেলস্টেশনে ৬ দিন যাবত প্রতিবাদী অবস্থান ধর্মঘট করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি। শতভাগ নৈতিক ও যৌক্তিক দাবিগুলোর প্রতি আমরা হাত তুলে সমর্থন জানিয়েছি। ৬ দফা দাবিগুলো হলো- ১. টিকিট ক্রয়ের ক্ষেত্রে সহজ.কম কর্তৃক যাত্রী হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে। হয়রানির ঘটনায় তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করতে হবে। ২. যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে টিকিট কালোবাজারি প্রতিরোধ করতে হবে। ৩. অনলাইন-অফলাইনে টিকিট ক্রয়ের ক্ষেত্রে সর্বসাধারণের সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। ৪. যাত্রী চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে ট্রেনের সংখ্যা বৃদ্ধিসহ রেলের অবকাঠামো উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us