কাল রাতে সবচেয়ে কাছাকাছি থাকবে পৃথিবী ও চাঁদ

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১২ জুলাই ২০২২, ২০:২৮

বুধবার রাতের আকাশে চলতি বছরের বৃহত্তম সুপার মুনের দেখা মিলবে। চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসবে। সুপার মুনের রাতে চাঁদ সাধারণের তুলনায় বড়, উজ্জ্বল ও গোলাপি আভা ছড়াতে দেখা যাবে। জানা গেছে, বুধবার আকাশে যে সুপার মুন দেখা যাবে- পৃথিবী থেকে তার দূরত্ব হবে মাত্র ৩ লাখ ৫৭ হাজার ২৬৪ কিলোমিটার। চাঁদের এই কাছাকাছি আসা ও সুপার মুনের প্রভাব সমুদ্রে জোয়ার-ভাটায় পড়বে। এর ফলে পৃথিবীতে জোয়ারের প্রভাব বেশি হবে।


বুধবার যে সুপার মুন দেখা যাবে- সেটিই বছরের সবচেয়ে বড় সুপার মুন। একে বাক মুনও বলা হয়। ইংরেজি বাক শব্দের অর্থ হলো পুরুষ হরিণ। বহু পশ্চিমী দেশে এই সময়কালে হরিণের শিং বৃদ্ধি পেতে শুরু করে। আর সেই ঘটনা থেকেই এই চাঁদের নাম বাক মুন। এছাড়া হরিণ চাঁদ, থান্ডার মুন, হে মুন ও উইর্ট মুন হিসেবেও এটি পরিচিত। আমেরিকায় এই চাঁদকে সলমন মুন, রাস্পবেরি মুন ও ক্যালমিং মুনও বলা হয়। বুধবার মধ্যরাত ১২টা ৮ মিনিটে এই চাঁদ দেখা যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us