চিহ্নিত রাজাকারদের মুক্তিযোদ্ধা বানিয়েছিল বিএনপি : শাজাহান খান

কালের কণ্ঠ প্রকাশিত: ১২ জুলাই ২০২২, ১২:০০

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, 'বিএনপি ২০০৫ সালে অনেক চিহ্নিত রাজাকারদের মুক্তিযোদ্ধা বানিয়েছিল। আমরা ক্ষমতায় এসে যাচাই-বাছাই করে তাদেরকে বাদ দিয়েছি। যারা প্রকৃত মুক্তিযোদ্ধা,  তাদেরকেই চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। ' 


আজ মঙ্গলবার সকালে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত কোটালীপাড়া উপজেলার ১৬০ জন বীর মুক্তিযোদ্ধার যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


তিনি আরো বলেন, 'যাচাই-বাছাই কার্যক্রমে বীর মুক্তিযোদ্ধাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে বলে শুনেছি। যদি নেওয়া হয়ে থাকে তাহলে এটা দুঃখজনক। প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইয়ে কোনো টাকা দিতে হবে না। যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তারাই চূড়ান্ত তালিকায় স্থান পাবেন। ' 


এ আয়োজনে পৌর মেয়র হাজি মো. কামাল হোসেন শেখ, উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সহকারী পরিচালক মো. আব্দুল খালেক উপস্থিত ছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us