Viral: হজ করতে দশটি দেশ হেঁটেই পার করলেন ব্রিটেনের এই বাসিন্দা

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১১ জুলাই ২০২২, ১২:৩৪

হজ পালন করতে পায়ে হেঁটেই মক্কা পৌঁছলেন ব্রিটেনের এক বাসিন্দা। ইংল্যান্ডের উলভারহ্যাম্পটন থেকে যাত্রা শুরু করে প্রায় ৬,৫০০ কিলোমিটার হেঁটে গন্তব্যস্থলে পৌঁছেছেন তিনি। শান্তি ও সাম্যের বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল তাঁর লক্ষ্য। সংবাদ সংস্থার সূত্রের তথ্য অনুযায়ী, ৫২ বছর বয়সি ব্রিটেনের এই বাসিন্দার নাম অ্যাডাম মহম্মদ। ইংল্যান্ডে থাকলেও তিনি আসলে ইরাকি-কুর্দি বংশোদ্ভূত। নেদারল্যান্ডস, জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, সার্বিয়া, বুলজেরিয়া, তুর্কি, লেবানন, জর্ডন— মোট ন’টি দেশ পেরিয়ে তিনি অবশেষে সৌদি আরবে পৌঁছন। টানা ১০ মাস ২৫ দিন হাঁটার পর মক্কায় পৌঁছেছেন অ্যাডাম। ২০২১ সালের ১ অগস্ট ব্রিটেন থেকে তিনি পদযাত্রা শুরু করেন। গত জুন মাসে তিনি গন্তব্যস্থলে পৌঁছন।মিনায় পৌঁছনোর পর ভারপ্রাপ্ত মন্ত্রী মাজিদ বিন আবদুল্লাহ তাঁকে স্বাগত জানান এবং হজ অনুমতির প্রক্রিয়ার ব্যাপারে সাহায্যও করেন। অ্যাডাম জানিয়েছেন, প্রতি দিন গড়ে তিনি ১৭.৮ কিলোমিটার পথ হেঁটে পার করতেন তিনি।


তবে, রাস্তায় যাতে কোনও অসুবিধায় না পড়তে হয়, তার জন্য একটি ঠেলাগাড়ি নিয়ে বেরিয়েছিলেন অ্যাডাম। এই ঠেলাগাড়িটি বাড়িতেই তৈরি করেছিলেন তিনি। এর মধ্যে যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়াও একটি স্পিকার লাগানো ছিল। স্পিকারে চলছিল ধর্মীয় পাঠ। অ্যাডামের মতে, এর মাধ্যমে শান্তি ও সাম্যের বার্তা ছড়িয়ে দিচ্ছিলেন তিনি। শুধু তা-ই নয়, তিনি ‘গোফান্ডমি’ নামে একটি পেজও বানিয়েছিলেন। তিনি বলেন, “আমি শুধু খ্যাতি বা অর্থের জন্য এ সব করছি না, বরং বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চাইছি যে মানুষ হিসাবে আমরা সবাই জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সমান। ইসলাম ধর্ম এই শান্তি ও ঐক্যের বার্তাই দেয়।’’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us