ঈদ আমাদের ত্যাগের শিক্ষা দেয় : কাদের

কালের কণ্ঠ প্রকাশিত: ১০ জুলাই ২০২২, ১১:২৬

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসী জনগণকে আওয়ামী লীগের পক্ষে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক  ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আমরা এমন এক সময়ে ঈদ উদযাপন করছি যখন দেশের একটি এলাকার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত এবং করোনার সংক্রমণের ঊর্ধ্বগতিও দৃশ্যমান।  


আজ রবিবার সকালে তিনি তাঁর বাসভবনে ব্রিফিংকালে আরো বলেন, এই প্রেক্ষাপটে একদিকে আমরা সবাই মানবিক কারণে বন্যার্ত মানুষের সহায়তায় আন্তরিক থাকবো অপরদিকে করোনা সংক্রমণ রোধে থাকবো সর্বোচ্চ সচেতন। সমান্যতম অবহেলা, অসচেতনতা এবং স্বাস্থ্যবিধির প্রতি উদাসীনতা যেন ঈদ আনন্দকে বিষাদে রূপ দিতে না পারে, সেদিকে বিশেষ ভাবে নজর দিতে হবে।


ওবায়দুল কাদের আবারও এবারের ঈদে পরস্পরের সহমর্মি হওয়ার আহবান জানিয়ে বলেন, ঈদ  আমাদের ত্যাগের শিক্ষা দেয়,আনন্দ ভাগাভাগি করার শিক্ষা দেয়,- প্রতিবেশী কিংবা অসহায়ের প্রতি উদার-হস্ত হওয়ার দীক্ষা দেয়- তাই সবাই মিলে আসুন ঈদ আনন্দ ভাগাভাগি করি।


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন পারস্পরিক সৌহার্দ্য এবং সম্প্রীতির মাধ্যমে গড়ে তুলি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত -সমৃদ্ধ বাংলাদেশ।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us