যদি চোখ ওঠে

কালের কণ্ঠ প্রকাশিত: ১০ জুলাই ২০২২, ০১:৩৪

‘কনজাংকটিভার’ হলো আমাদের চোখের পাতার নিচে ঝিল্লির মতো পাতলা পর্দা, যা চোখের সাদা অংশকে ও চক্ষুপল্লবের ভেতরের অংশ ঢেকে রাখে। আর ‘কনজাংকটিভাইটিস’ হলো কনজাংকটিভার প্রদাহ বা ব্যথা। এটি মূলত ছোট বাচ্চাদের মধ্যেই বেশি দেখা যায়, তবে বড়দেরও হতে পারে। এটি সাধারণত ছোঁয়াচে হয়।


লক্ষণ ও উপসর্গ


♦ সংক্রমিত চোখের সাদা অংশটি গোলাপি বা লালচে হয়ে ওঠা


♦ চোখ দিয়ে পানি পড়া


♦ চোখে জ্বালা ও চুলকানির ভাব


♦ চোখে অতিরিক্ত পিঁচুটি আসা


♦ চোখের পাতা ফুলে ওঠা


♦ চোখে অস্বস্তিবোধ হওয়া


♦ আলোর প্রতি সংবেদনশীলতা


♦ সকালে ঘুম থেকে ওঠার সময় চোখের পাতায় চটচটে পদার্থ লেগে থাকা।


প্রধান কারণগুলো


♦ সাধারণত কিছু ব্যাকটেরিয়া ও ভাইরাসের কারণে সংক্রমণ হয়। সংক্রমিত ব্যক্তির চোখ থেকে, আবার সংক্রমিত কসমেটিক বা প্রসাধনদ্রব্য থেকেও সংক্রমণ ছড়ায়।


♦ ধুলোর কণা, পশুপাখির লোম/পালক, দীর্ঘক্ষণ ধরে কন্ট্যাক্ট লেন্স একনাগাড়ে ব্যবহার।


♦ দূষিত ধোঁয়া, বাষ্প, সুইমিংপুলের জলে থাকা ক্লোরিন ও বিষাক্ত রাসায়নিক পদার্থ কনজাংকটিভাইটিসের কারণ হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us