পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে গত শুক্রবার ঢাকা ছেড়েছেন অধিকাংশ মানুষ। এদিন ছুটি শুরু হওয়ায় অনেকেই বেছে নিয়েছেন দিনটিকে। শনিবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার জানান, এদিন ঢাকার বাইরে গেছে ৩৫ লাখ ৩০ হাজার ৭৩২টি মোবাইল সংযোগ।
ঢাকা ছাড়া মোবাইল সংযোগের মধ্যে গ্রামীণফোনের ১৫ লাখ ৮৩ হাজার ৩৩২টি, রবির ৯ লাখ ৭৫ হাজার ৬১৩টি, বাংলালিংকের ৮ লাখ ৪৯ হাজার ৪৬০টি এবং টেলিটকের রয়েছে ১ লাখ ২২ হাজার ৩২৭টি মোবাইল সংযোগ। মন্ত্রী গণমাধ্যমকে বলেন, অনেকেই একাধিক সিম ব্যবহার করেন। আবার পরিবারের অনেক শিশু কিংবা নারী আছেন যারা মোবাইল ব্যবহার করেন না। তাই কতজন ঢাকা ছেড়েছেন এই সিম দিয়ে সেই তুলনা করা যাবে না।