বারবিকিউ পার্টির নামে বাসায় ডেকে নিয়ে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কুমার অনিমেষ ভট্টাচার্যকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
শুক্রবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই আদেশ দেন।
আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ছাত্রীকে শ্লীলতাহানি ও মারধরের মামলায় শিক্ষক কুমার অনিমেষ ভট্টাচার্যকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে উত্তরা পশ্চিম থানা-পুলিশ। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে মামলার পর বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টর থেকে ওই শিক্ষককে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা–পুলিশ।
শিক্ষক কুমার অনিমেষ ভট্টাচার্য বেসরকারি শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির প্রভাষক।
নিপীড়নের অভিযোগকারী একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।
মামলার অভিযোগের বরাত দিয়ে উত্তরা পশ্চিম থানার ওসি মহসীন বলেন, বারবিকিউ পার্টির কথা বলে গত ৬ জুলাই রাতে ওই শিক্ষার্থীকে উত্তরা ১৪ নম্বর সেক্টরে শিক্ষক কুমার অনিমেষের ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে অনিমেষ দরজা খুলে ওই ছাত্রীকে টেনে ভেতরে নিয়ে দরজা বন্ধ করে শ্লীলতাহানি করে। ওই ছাত্রীর অভিযোগ, শিক্ষকের বাসায় বারবিকিউ পার্টিতে সবাই আসবে বলে তাকে জানিয়েছিলেন এক সহপাঠী (২৫)। মোবাইল ফোনে ওই শিক্ষকের সঙ্গে কথাও বলিয়ে দিয়েছিল। পরে পরিবারের অনুমতি নিয়ে ছোট ভাইসহ ওই শিক্ষকের বাসায় যান তারা।