বাজারে পর্যাপ্ত সেমাই-চিনি-পোলাও চাল, বিক্রি কম

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৮ জুলাই ২০২২, ২৩:৩৫

ঈদুল আজহার বাকি আর মাত্র একদিন। এরই মধ্যে বেশিরভাগ ঘরমুখো মানুষ রাজধানী ছেড়েছে এবং এখনও ছাড়ছে। যার প্রভাব পড়েছে সেমাই, চিনি এবং পোলাও চালের বাজারে। বাজারে এসব পণ্যের পর্যাপ্ত মজুত থাকলেও বিক্রি একেবারেই কম।


শুক্রবার রাজধানীর রায়ের বাজার এবং মোহাম্মদপুর কৃষি মার্কেট ঘুরে এমন চিত্র দেখা গেছে।



বাজার ঘুরে দেখা গেছে, প্রতিটি পাইকারি মুদি দোকানের সামনে ডালায় ডালায় সাজানো আছে বিভিন্ন রকমের সেমাই। এর বাইরে আছে প্যাকেটজাত সেমাই। খোলা পোলাও চালের পাশাপাশি আছে প্যাকেটজাত চালও। এত এত পণ্য থাকলেও দোকানিরা বলছেন, ঢাকায় তো মানুষই কমে গেছে। তাই সে অর্থে এখনও বিক্রি শুরু হয়নি। 



দুই বাজারের দাম অনুযায়ী দেখা গেছে, বাজারে খোলা লাচ্ছা সেমাই ২০০ টাকা কেজি; প্যাকেটজাত লাচ্ছা সেমাই ৪৫ টাকা, স্পেশাল প্যাকেটজাত লাচ্ছা সেমাই ১৩০ টাকা, খোলা লম্বা সাধারণ সেমাই ৭০ টাকা কেজি, প্যাকেটজাত লম্বা সাধারণ সেমাই ৪০ টাকা, পোলাও চাল খোলা ১১৫ টাকা, প্যাকেটজাত পোলাও চাল ১৩০-১৪০ টাকা কেজি, খোলা চিনি ৮৫ টাকা এবং প্যাকেটজাত চিনি ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us