চেয়ারম্যান প্রার্থীকে কুপিয়ে জখম, আহত ১০

কালের কণ্ঠ প্রকাশিত: ০৮ জুলাই ২০২২, ২০:০৪

পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর  ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনকে কেন্দ্র করে আজ শুক্রবার বিকেলে আওয়ামী লীগ প্রাথীর ছেলের নেতৃত্বে এক স্বতন্ত্র প্রার্থীকে কুপিয়ে জখম করা হয়েছে।   জানাগেছে, প্রতীক বরাদ্দ দেওয়ার পর স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এসএম মহসীনের (৫৩) বিকেল ৫টা ১৫ মিনিটে ইউপির তাঁতেরকাঠি সরোয়ার খানের বাড়িতে দেখা করতে যান। ওই সময় আওয়ামীগ লীগ মনোনিত প্রার্থী ইব্রাহিম ফারুকের ছেলে সৌমিক ফারুক তাঁর প্রায় ৭০জন সাঙ্গপাঙ্গ ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এ সময় স্বতন্ত্র প্রার্থী মোহসীনকে কুপিয়ে আহত করা হয় সন্ত্রাসী হামলায় মহসীনের আরও ১০ কর্মীকে পিটিয়ে কুপিয়ে আহত করা হয়।


   স্বতন্ত্র প্রার্থী এস এম মহসীন বলেন, ‘প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ প্রার্থী ইব্রাহিম ফারুকের ছেলে সৌমিকের নেতৃত্বে হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাঁর সাথে প্রায় ৭০ জন সন্ত্রাসী ছিল অস্ত্রসহ। নির্বাচনের সুষ্ঠ পরিবেশের স্বার্থে এ ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার দাবি করছি। ’  রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশকে জানিয়েছি। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


’  বাউফল থানার অফিসার ইন চার্জ (ওসি) আল মামুন বলেন, ‘খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ’  উল্লেখ যে, আগামী ২৭ জুলাই ওই ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এর আগে ওই ইউপি চেয়ারম্যান আমির হোসেন নির্বাচিত হওয়ার পর শপথ নেওয়ার আগেই মারা যান। এ কারণে শুধু চেয়ারম্যান পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us