সরছেন বরিস, এরপর কী?

প্রথম আলো প্রকাশিত: ০৮ জুলাই ২০২২, ১৫:৫৯

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন দলীয় প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার তিনি এ ঘোষণা দেন। তবে নতুন নেতা নির্বাচন হওয়ার আগপর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব চালিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি।


এখন নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু করবে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি। তারা টরি হিসেবেও পরিচিত। নেতা নির্বাচনের এই প্রক্রিয়া ও বরিসের অবস্থান সংক্ষেপে তুলে ধরেছে দ্য গার্ডিয়ান।


কী ঘটছে এখন
বরিস পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তবে কনজারভেটিভ পার্লামেন্ট সদস্যরা (এমপি) নতুন প্রধানমন্ত্রী নির্বাচন না করা পর্যন্ত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে থাকার প্রস্তাব দিয়েছেন তিনি। সম্ভবত সেটা শরৎ নাগাদ (সেপ্টেম্বরের শেষ দিকে শরৎ শুরু হয়)।
তবে এটাই ঘটবে, বিষয়টি তেমন নয়। কারণ, পার্টির নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু হলে এ ক্ষেত্রে একজন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া সম্ভব।


উপপ্রধানমন্ত্রী কি তত্ত্বাবধায়ক হতে পারেন
উপপ্রধানমন্ত্রী ডমিনিক রাব কি তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারেন? গত ২০২০ সালের বসন্তে বরিস যখন অসুস্থ ছিলেন, রাব তখন দায়িত্ব পালন করেছিলেন। অবশ্য নেতৃত্ব নির্বাচনে প্রার্থী হওয়ার নজির নেই তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর। যদি প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেন, তাহলে নিজের পক্ষে তাঁকে যুক্তি তুলে ধরতে হবে।
তবে কনজারভেটিভদের কেউ কেউ সাবেক প্রধানমন্ত্রী থেরেসা মেকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে ফেরার আহ্বান জানিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us