টাইপরাইটার দিয়ে চিত্রকর্ম

প্রথম আলো প্রকাশিত: ০৭ জুলাই ২০২২, ১১:৩৫

অন্য শিল্পীরা যখন ছবি আঁকেন পেনসিল, কলম বা রং ব্যবহার করে, তখন জেমস কুক ছবি টাইপ করছেন। আক্ষরিক অর্থেই টাইপ করে ছবি আঁকেন তিনি। তুলির আঁচড় কিংবা পেনসিল বা কলমের টানের বদলে টাইপরাইটার মেশিনে লেখা বিভিন্ন বর্ণ ও সংকেত ব্যবহার করে এসব চিত্রকর্ম তৈরি করেন তিনি।


বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ব্রিটিশ এই শিল্পীর বয়স ২৫ বছর। তিনি থাকেন লন্ডনে। তাঁর স্টুডিওটিও লন্ডনে। জেমস কুকের স্টুডিওর বর্ণনা দেওয়া হয়েছে এএফপির খবরে। এতে বলা হয়েছে, জেমস কুক যেখানে বসে কাজ করেন, তার আশপাশে শুধু টাইপরাইটার আর টাইপরাইটার। নানান ধরনের টাইপরাইটার মেশিনে সাজানো তাঁর স্টুডিও।


জেমস কুক ২০১৪ সালে এই টাইপরাইটার মেশিনের মাধ্যমে চিত্রকর্ম তৈরি শুরু করেছেন। সে সময় তিনি কলেজে পড়তেন। ওই সময় তিনি এক শিল্পীর সঙ্গে মিশেছিলেন, যিনি কিনা এই টাইপরাইটার মেশিন দিয়ে চিত্রকর্ম তৈরি করেন ১৯২০–এর দশক থেকে। মূলত তাঁর কাছ থেকে উদ্বুদ্ধ হয়ে এভাবে শিল্পকর্ম তৈরির দিকে ঝোঁকেন জেমস কুক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us