You have reached your daily news limit

Please log in to continue


রোনালদোকে নিয়ে ইউনাইটেডে বাড়ছে অনিশ্চয়তা

ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চান ক্রিস্তিয়ানো রোনালদো, ক্লাবকে নিজের সিদ্ধান্ত জানিয়েও দিয়েছেন- এসব গুঞ্জন বেড়েই চলেছে। তার সম্ভাব্য ভবিষ্যৎ নিয়ে চলছে আলোচনা। এর মধ্যে টানা তৃতীয় দিন তিনি দলের প্রাক-মৌসুমের অনুশীলনে না থাকায় ওল্ড ট্র্যাফোর্ডে পর্তুগিজ তারকাকে অনিশ্চয়তা ক্রমেই বাড়ছে।

নতুন মৌসুমের জন্য গত সোমবার থেকে শুরু হয়েছে ইউনাইটেডের প্রস্তুতি। ক্লাবের সূত্র ধরে ওইদিন ব্রিটিশ পত্রিকা ‘দা মিরর’ জানায়, পারিবারিক কারণ দেখিয়ে রোনালদো অনুশীলনে উপস্থিত হননি। পরের দিনও ছিলেন না তিনি।

এরপর গোল ডটকমের ম্যানচেস্টার ইউনাইটেড করসপনডেন্ট জেমস রবসন টুইটারে জানান, বুধবারও অনুশীলনে উপস্থিত নেই রোনালদো। তবে কোনো কারণের কথা এবার জানা যায়নি।

ইউনাইটেড থেকেই ২০০৯ সালে রিয়াল মাদ্রিদে পাড়ি দিয়ে সফল ৯ বছর কাটিয়ে ইউভেন্তুসে যোগ দেন রোনালদো। সেখানে ৩ বছরে তিনি ব্যক্তিগত নৈপুণ্যে উজ্জ্বল থাকলেও দলগতভাবে ইতালিয়ান ক্লাবটির সময়টা তখন ভালো কাটেনি।

 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন