You have reached your daily news limit

Please log in to continue


৬০ হাজার ১৩৯ বাংলাদেশি হজযাত্রীর সবাই সৌদি পৌঁছেছেন

বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৩৯ জন হজযাত্রীর সবাই সৌদি আরব পৌঁছেছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সৌদি এয়ারলাইনস ও নাস এয়ারের মোট ১৬৪টি ফ্লাইটে তারা সৌদি আরব গেছেন। 

আজ মঙ্গলবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ তথ্য নিশ্চিত করেছে।

এতে বলা হয়, বিমানের ৮৭টি ফ্লাইটে ৩০ হাজার ৩৬১ জন, সৌদিয়ার ৬৩টি ফ্লাইটে  ২৩ হাজার ৯১৪ জন ও নাস এয়ারের ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৮৬৪ জন সৌদি আরব গিয়েছেন।

গত ৫ জুন ৪১০ হজযাত্রী নিয়ে ঢাকা ছেড়ে যায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ফ্লাইট।

হজের ফিরতি ফ্লাইট শুরু হবে ১৪ জুলাই এবং তা ৪ আগস্ট পর্যন্ত চলবে।

বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী, এ বছর মোট ৫৭ হাজার ৫৮৫ জন বাংলাদেশির হজ করার কথা ছিল। তাদের সঙ্গে পরে আরও ২ হাজার ৪১৫ জনের কোটা বাড়ায় সৌদি কর্তৃপক্ষ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন