You have reached your daily news limit

Please log in to continue


ক্ষতি এড়াতে সড়কে গর্ত স্ক্যান করে চলবে টেসলা কার

সর্বশেষ সফটওয়্যার আপডেটের মাধ্যমে টেসলা কার নিয়ে এসেছে অসাধারণ এক বৈশিষ্ট্য। যার ফলে গাড়ির নিচের অংশ এবং ড্রাইভিং সিস্টেমকে ভাঙাচোরা সড়কের ঝাঁকি থেকে অনেকাংশে সুরক্ষা দেবে। 

এ বিষয়ে ইলেকট্রিক ট্রান্সপোর্টেশন বিষয়ক ওয়েবসাইট 'ইলেক্ট্রেক'-এর প্রতিবেদন বলা হয়েছে, টেসলার কারটি রাস্তায় থাকা বিভিন্ন ধরনের গর্ত এবং উঁচুনিচু স্থানগুলো স্ক্যান করে চলাফেরায় ঝাঁকি প্রতিরোধ করতে সক্ষম হবে।          

টেসলা কারের মালিকরা এখন অ্যাডাপটিভ সাসপেনশন ড্যাম্পিং সেটিংসে গিয়ে 'কমফোর্ট' সিলেক্ট করে নতুন এই বৈশিষ্ট্যটি অ্যাক্টিভেট করতে পারবেন। 

তবে গাড়িটি কোথায় চলবে তার ওপর নির্ভর করে কাজ করবে নতুন ফিচারটি। অর্থাৎ, এটি সব জায়গার এবং সব ধরনের গর্ত কিংবা ফাটলের ক্ষেত্রে সমানভাবে কার্যকর হবে না।

এ বিষয়ে 'নট এ টেসলা অ্যাপ' ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে, যেহেতু কারটি 'টেসলা কার'-এর তৈরি করা রাস্তার ম্যাপ ডাউনলোড করে চলাচল করে। তাই সফটওয়্যারের সক্ষমতা অনুসারে এটি বিভিন্ন রাস্তায় বিভিন্ন রকমভাবে কাজ করবে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন