রংপুরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৫

বার্তা২৪ প্রকাশিত: ০৫ জুলাই ২০২২, ২০:২৬

রংপুরে ডাম্প ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনের দাঁড়িয়েছে।


মঙ্গলবার (৫ জুলাই).সন্ধ্যায় রমেক হাসপাতালের চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মাসুদ উল আলম। এর আগে মঙ্গলবার দুপুর একটার দিকে ওই সড়কের সরেয়ার তল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন পীরগাছা উপজেলার দেবী চৌধুরাণী এলাকার অটোচালক রাজা মিয়া (৪৬), শাহজাহান মিয়া (৫৫), গীতা রানী (৬০) ও সুন্দরগঞ্জ উপজেলার তালুক বেলকা গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ফয়জার রহমান(৭০) ও তার নাতনী জান্নাত মাওয়া (৭)।



পুলিশ ও স্থানীয়রা জানায়, চৌধুরানী থেকে একটি অটোরিকশায় করে ৮ যাত্রী রংপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে সরেয়ারতল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক অটো রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়।


রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহিগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, দুর্ঘটনায় হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us